বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিম আগে না মুরগি আগে

  •    
  • ৬ এপ্রিল, ২০২১ ০৮:০৬

ছড়াকার রমজান মাহমুদ ‘ডিম আগে না মুরগি আগে’ নিয়ে ছড়ার বই লিখে ফেলেছেন। এই বইতে যতগুলো ছড়া আছে সবগুলো হাসির।

তোমরা কি জানো, ডিম আগে এসেছে নাকি মুরগি?

এটা নিয়ে গবেষণা করতে করতে কত বিজ্ঞানী চুল সাদা করে ফেলেছেন তার হিসাব নেই।

তবুও তারা আবিষ্কার করতে পারনেনি কোনটা আগে।

এর ফাঁকে তোমাদের প্রিয় ছড়াকার রমজান মাহমুদ ‘ডিম আগে না মুরগি আগে’ নিয়ে ছড়ার বই লিখে ফেলেছেন।

এই বইতে যতগুলো ছড়া আছে সবগুলো হাসির।

মানে এই ছড়াগুলো পড়লে তোমার হাসি পাবে।

তোমরা কি হাসতে চাও?

যদি চাও, তাহলে সংগ্রহ করতে পারো বইটি।

মোট ৩৮টি ছড়া আছে এখানে।

বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন গোলাম কিবরিয়া।

প্রকাশ করেছে কারুবাক।

এ বিভাগের আরো খবর