বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে। পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
মশা মশা মশা
আমার বেহাল দশা,
মশা থেকে বাঁচতে আমি
করছি ওঠা-বসা।
এনেছি মুলি বাঁশ
মারবো কানে ঠাস,
দেখব তখন মশা তুই
কই পালিয়ে যাস।
ছড়াটি লিখেছে প্রিয়ন্তি। সে গ্লোরি ইন্টারন্যাশনাল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক।
লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com