বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছোটুর নতুন মা

  •    
  • ২ এপ্রিল, ২০২১ ১৬:৩৪

মজার এই বইটি লিখেছেন তোমাদের প্রিয় লেখক কামাল হোসাইন। বইটির প্রচ্ছদ এবং অলংকরণ করেছেন শিল্পী গৌতম ঘোষ।

ছোটু। মা নেই। বাবা থেকেও নেই। আছেন অসুস্থ দাদু। মানুষের কাছে চেয়েচিন্তে দিন যায়।

এই ছোটুর ভাগ্যে একদিন পরিবর্তন ঘটে গেল। রাস্তার দাঁড়িয়ে থাকা গাড়ির জানালায় টোকা দিয়ে ছোটু পেযে গেল তার নতুন মায়ের খোঁজ। নতুন মা ছোটুকে নিজের মেয়ের মর্যাদা দিয়ে নিয়ে যায় বাড়িতে।

ছোটুর নতুন মা বইতে রয়েছে দারুণ এই গল্পটি।

এ রকম আরও তিনটি গল্প রয়েছে সেখানে। ‘মুক্তির আনন্দ’ তেমন একটি গল্প। করোনাকালের এক কুকুর-মা এবং তার ছানাকে নিয়ে কাহিনি।

করোনা নিয়ে লেখা আরেকটি গল্প ‘আলোর পাখিরা’। করোনার থাবা থেকে অসহায় মানুষদের বাঁচাতে পাশে দাঁড়ায় একদল তরুণ-তরুণী।

শেষ গল্প ‘ভূতের সংগে হঠাৎ দেখা’। ভূতের সঙ্গে একদিন দেখা হয়ে গেল...কার দেখা হলো বলো তো?

মজার এই বইটি লিখেছেন তোমাদের প্রিয় লেখক কামাল হোসাইন।

বইটির প্রচ্ছদ এবং অলংকরণ করেছেন শিল্পী গৌতম ঘোষ।

শিশু গ্রন্থকুটির থেকে প্রকাশিত বইটির মুদ্রিত দাম ২০০ টাকা।

এ বিভাগের আরো খবর