বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পান্ডা খোঁজার আয়োজন

  •    
  • ১ এপ্রিল, ২০২১ ০৭:৫৫

উপরের ছবিতে অনেকগুলো ডালমেশিয়ান কুকুর বসে আছে। ওদের মধ্যে লুকিয়ে আছে পান্ডা মহাশয়।

আজ তোমাদের জন্য থাকছে পান্ডা কুইজ।

পান্ডা মজার একটা প্রাণী।

আজ পর্যন্ত কেউ পান্ডার রঙিন ছবি তুলতে পারেনি।

কেন পারেনি জানো?

পারেনি কারণ, পান্ডা নিজেই একটা সাদা-কালো প্রাণী।

এর গায়ে সাদা আর কালো।

যে সাদা-কালো, তার রঙিন ছবি তোলা সম্ভব?

তো এবার কুইজ শুরু করা যাক।

উপরের ছবিতে অনেকগুলো ডালমেশিয়ান কুকুর বসে আছে।

ওদের মধ্যে লুকিয়ে আছে পান্ডা মহাশয়।

তোমাদের কাজ হচ্ছে এই পান্ডাকে খুঁজে বের করা।

তো দেরি না করে সার্চ শুরু করে দাও।

নিচের ছবিতে পান্ডাকে চিহ্নিত করে দেয়া হলো।

যারা উপরের ছবিতে পান্ডাকে খুঁজে পাবে না, তারা এটা দেখে নিতে পারো।

এ বিভাগের আরো খবর