বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এই শোনো না কত হাসির গল্প বলে যাই

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ০৮:২৫

বইমেলায় হাজির হয়েছে ‘বাংলাদেশের হাসির গল্প’ বইটি। হাসির গল্প লিখে হাত পাকিয়েছেন, তেমন ৫৫ জন লেখকের গল্প আছে এতে।

সবার মতো তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছে করে হাসির গল্পের বই পড়তে?

কিন্তু হাসির গল্প তো এত সহজলভ্য নয়।

খুঁজে বের করার জিনিস।

অনেক খুঁজে-টুজে হয়তো পড়তে শুরু করলে; কখনো লেখকের নাম ধরে, কখনো বইয়ের নাম ধরে।

খুঁজতে গিয়ে বোঝা যায়, যত খোঁজা হয় তত পাওয়া যায় না, যত পাওয়া যায়, তত হাসি পায় না।

কী ভাবছ?

কেউ যদি বেছে বেছে সেরা লেখকদের সেরা হাসির গল্পগুলো গুছিয়ে রাখত, তো আয়েশ করে পড়ে বেশি বেশি হাসতে পারতে, তাই তো? তেমনই ভাবনা থেকে বইমেলায় হাজির হয়েছে ‘বাংলাদেশের হাসির গল্প’ বইটি।

হাসির গল্প লিখে হাত পাকিয়েছেন, তেমন ৫৫ জন লেখকের গল্প আছে এতে।

আশা করি তোমাদের ভালো লাগবে।

বইটি সম্পাদনা করেছেন সত্যজিৎ বিশ্বাস। প্রচ্ছদ এঁকেছেন মামুন হোসাইন। প্রকাশ করেছে বিদ্যানন্দ প্রকাশনী। দাম ৪৫০ টাকা।

এ বিভাগের আরো খবর