আমি জানি তোমরা ডিম খেতে ভালোবাসো।
ভালো না বাসলেও, আম্মু নিশ্চয়ই তোমাদের জোর করে প্রতিদিন কমপক্ষে একটা ডিম খাওয়ায়।
তো সেই ডিমের খোসা ফেলে না দিয়ে চাইলেই তোমরা খুদে টব বানাতে পারো।
চলো, টব বানানোর নিয়মটা শিখিয়ে দিচ্ছি।
যা লাগবে
তিনটা ডিমের খোসা
একটা টয়লেট পেপার রোল
মাটি
ধনেপাতার বীজ
র্যাপিং পেপার
আঠা
পেনসিল
কাঁচি
টয়লেট পেপার রোলটাকে আড়াআড়িভাবে কেটে তিন টুকরো করবে। টুকরোগুলোতে র্যাপিং পেপার লাগিয়ে দেবে। সেজন্য আঠা ব্যবহার করবে। এগুলো পরবর্তীতে ডিমদানি (ফুলদানির মতো) হিসেবে কাজ করবে।
ডিমের খোসার মধ্যে কম্পোস্ট সার মেশানো মাটি দেবে। তাতে ধনেপাতার বীজ দিয়ে সামান্য পানি ছিটিয়ে দেবে। ডিমের খোসায় পেনসিল দিয়ে চোখ-নাক-মুখ এঁকে দিলে দেখতে সুন্দর লাগবে। এবার কয়েক দিন অপেক্ষা করার পালা।
কয়েক দিনের মধ্যেই ডিমের খোসার মধ্যে ধনেপাতার চারা গজাবে। এবার তোমার খুদে টবগুলো ডিমদানির মধ্যে রেখে তোমার পড়ার টেবিলে রাখতে পারো। দেখতে সুন্দর লাগবে। তবে মনে রাখবে, দিনে কমপক্ষে চার ঘণ্টা গাছগুলোকে রোদে দেবে।