বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাল্কীর গান

  • সত্যেন্দ্রনাথ দত্ত   
  • ২৭ মার্চ, ২০২১ ০৮:৩৯

বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

পাল্কী চলে!পাল্কী চলে!গহন-তলেআগুন জ্বলে!স্তব্ধ গাঁয়েআদুল্ গায়েযাচ্ছে কারারৌদ্রে সারা

ময়রা মুদিচক্ষু মুদি’পাটায় ব’সেঢুল্ছে ক’ষে!দুধের চাঁছিশুষ্ছে মাছি,_উড়ছে কতকভন্ ভনিয়ে।_আস্ছে কা’রাহন্ হনিয়ে?হাটের শেষেরুক্ষ বেশেঠিক্ দুপুরেধায়্ হাটুরে!

কুকুরগুলোশুঁকছে ধুলো,_ধুঁকছে কেহক্লান্ত দেহ।ঢুক্ছে গরুদোকান-ঘরে,আমের-গন্ধেআমোদ করে!

পাল্কী চলে,পাল্কী চলে_দুল্কি চালেনৃত্য তালে!

(সংক্ষেপিত)

বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক।লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর