বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকাবাইচ

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ০৮:৩৮

লম্বা নৌকায় করে প্রতিযোগীরা ছুটতে থাকে। একসঙ্গে অনেকে মিলে নৌকা বায়।

নৌকাবাইচ কাকে বলে জানো?

এটা হচ্ছে নৌকায় চেপে ছোটার প্রতিযোগিতা।

তোমরা কি কখনো নৌকাবাইচ দেখেছ?

লম্বা নৌকায় করে প্রতিযোগীরা ছুটতে থাকে।

একসঙ্গে অনেকে মিলে নৌকা বায়।

এ সময় এক এক নৌকার প্রতিযোগীরা এক এক রঙের জার্সি পরে।

চট্টগ্রামের রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নাবিলা খানম কিন্তু নৌকাবাইচ দেখেছে।

না দেখলে কি আর সে এত দারুণ করে নৌকাবাইচের ছবি আঁকতে পারে?

ওর নৌকাবাইচ দেখতে আকাশে অনেক পাখি জমেছে।

এসেছে সূয্যিমামাও।

বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক।

লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর