খেজুর গাছের পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর একটা নদী। মাঝি ভাই পাল তোলা নৌকা নিয়ে কোথায় যেন যাচ্ছেন।
গাছের নিচে ছোট্ট দুটি বাড়ি।
তার পাশে খেজুর গাছ।
খেজুর গাছের পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর একটা নদী।
মাঝি ভাই পাল তোলা নৌকা নিয়ে কোথায় যেন যাচ্ছেন।
ওদিকে সূর্যিমামা অস্ত যেতে বসেছে।
চারদিকে ছড়িয়ে পড়েছে হলুদ আলো।
সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ।
আমাদের দেশের গ্রামগুলো ঠিক এমন ছবির মতো সুন্দর হয়।
এই ছবিটা কে এঁকেছে জানো?
ওর নাম মেহজাবীন ছোঁয়া।
সে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক।
লেখার সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com