বন্ধুরা, চাইলে তোমরাও ছড়া, গল্প, কৌতুক লিখে কিংবা ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। ঠিকানা: nbkidzone@gmail.com
গাছে গাছে আম ধরেছে
আম খেতে মজা,
আম আমার প্রিয় ফল
আম খেয়ে হই তাজা।
বাবা আনেন আম কিনে
আরও আনেন জাম,
গাছ থেকে পাড়তে কাঁঠাল
বেরিয়ে যায় ঘাম।
সুন্দর এই ছড়াটি লিখেছে প্রিতি বিশ্বাস। সে তৃতীয় শ্রেণিতে পড়ে।