বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বইমেলায় নতুন বই

  •    
  • ২০ মার্চ, ২০২১ ১৫:২৫

মেলায় গিয়ে তোমরা সেসব বই সংগ্রহ করতে পারো। তবে যাবার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। কারণ, দুষ্টু করোনা এখনো বাতাসে ঘুরে বেড়াচ্ছে।

বইমেলা শুরু হয়ে গেছে।

এরই মধ্যে মেলায় এসেছে দারুণ সব বই।

মেলায় গিয়ে তোমরা সেসব বই সংগ্রহ করতে পারো।

তবে যাবার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে।

কারণ দুষ্টু করোনা এখনো বাতাসে ঘুরে বেড়াচ্ছে।

একটু সুযোগ পেলেই সে ঘাড়ে চেপে বসবে।

মেলায় প্রকাশিত কিছু বইয়ের তথ্য থাকছে তোমাদের জন্য।

প্রথমেই থাকছে ‘ছড়াসমগ্র’। বুঝতেই পারছ এটা ছড়ার বই। লিখেছেন সারওয়ার-উল-ইসলাম। প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। দাম ৩২০ টাকা।

‘চার চিলের নতুন বাড়ি’। লিখেছেন আহমেদ রিয়াজ। মজার মজার ৫টি গল্প আছে এই বইতে। প্রকাশ করেছে চিরন্তন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সাদাতউদ্দিন আহমেদ এমিল। দাম ১৮০ টাকা।

‘ছোটদের নির্বাচিত জোকস’। দারুণ দারুণ জোকসে ঠাসা বইটি। লিখেছেন সত্যজিৎ বিশ্বাস। প্রকাশ করেছে বিদ্যানন্দ প্রকাশনী। বইটির প্রচ্ছদ ও প্রতি পাতায় মজার মজার কার্টুন এঁকেছেন মামুন হোসাইন। দাম ২২০ টাকা।

‘শেয়াল কবিরাজের আজব চিকিৎসা’। লিখেছেন জনি হোসেন কাব্য। পাঁচটি গল্প আছে এই বইতে। প্রকাশ করেছে ঝিলমিল প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন দেলোয়ার রিপন। দাম ২০০ টাকা।

‘তুষিমনির এক ব্যাগ দুষ্টুমি’। লিখেছেন সারমিন ইসলাম রত্না। এটি গল্পের বই। প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির প্রকাশনী। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন সোহেল আশরাফ। দাম ১৭০ টাকা।

এ বিভাগের আরো খবর