স্যার এনেছে লাঠি/মিম পেয়েছে ভয়
আমার বন্ধু মিম
খায় শুধু ডিম,
পড়ার কথা বললে বলে
মাথা করে ঝিম।
স্যার এনেছে লাঠি
মিম পেয়েছে ভয়,
আর দেবে না ফাঁকি
মিম আমাকে কয়।
ছড়াটি লিখেছে আদিল হোসেন রিপু। সে জামালপুর জিলা স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক। পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com