বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাইনোকুলার লাগবে?

  •    
  • ১৬ মার্চ, ২০২১ ১৬:১৬

বাইনোকুলার বানানো এখন অনেক সহজ। চলো, দেখে নাও।

বাইনোকুলার কেনার দরকার নেই। কারণ খুব সহজেই আমরা এটা বানাতে পারি।

বিশ্বাস হচ্ছে না?

বেশ! দ্রুত তালিকার জিনিসগুলো সংগ্রহ করে ফেলো।

যা যা লাগবে

দুটো খালি টয়লেট পেপার রোল

একটা ব্রাউন পেপার

রঙিন কাগজ

চিকন দড়ি

সাদা টেপ

আঠা

কাঁচি

প্রথম ধাপ: রোল দুটোকে পাশাপাশি রেখে সাদা টেপ দিয়ে জুড়ে দাও।

দ্বিতীয় ধাপ: ব্রাউন পেপার দিয়ে রোল দুটোকে সুন্দর করে মুড়ে নাও। এটা করার জন্য আঠা ব্যবহার করো।

তৃতীয় ধাপ: রঙিন কাগজ কেটে ফুল-পাতা বানাও। সেটাকে বাইনোকুলারের উপর আঠা দিয়ে জুড়ে দাও।

চতুর্থ ধাপ: বাইনোকুলারের দুই পাশে কাঁচি দিয়ে দুটো ছিদ্র করো।

পঞ্চম ধাপ: ছিদ্রের মধ্যে দড়ি লাগিয়ে দাও।

ব্যস। হয়ে গেল তোমার বাইনোকুলার।

এ বিভাগের আরো খবর