ছড়াটি লিখেছে সিমি শারমিন। সে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে।
প্রিয় ফল লিচু
চাই না আর কিছু
কারও হাতে দেখলে লিচু
যাই পিছু পিছু।
ছড়াটি লিখেছে সিমি শারমিন। সে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com