এই বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মানে স্বাধীনতার ৫০ বছর।
আর কয়েক দিন পরে স্বাধীনতা দিবস।
এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
এই বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মানে স্বাধীনতার ৫০ বছর।
সে কারনেই এবারের স্বাধীনতা দিবস অন্যবারের চেয়ে গুরুত্বপূর্ণ।
সেদিন দিকে দিকে উড়বে জাতীয় পতাকা।
সবাই গাইবে জাতীয় সংগীত।
এই দেখো না, মাঝি কী দারুণ পাল উড়িয়েছে।
ছবিটি এঁকেছে রুশদা শারার।
সে কুড়িগ্রামের শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com