বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মামার বাড়ি

  • জসীমউদদীন   
  • ১৪ মার্চ, ২০২১ ১০:২৮

আম-কাঁঠালের বনের ধারে মামা-বাড়ির ঘর, আকাশ হতে জোছনা-কুসুম ঝরে মাথার পর।

আয় ছেলেরা আয় মেয়েরা,ফুল তুলিতে যাইফুলের মালা গলায় দিয়েমামার বাড়ি যাই।

মামার বাড়ি পদ্মপুকুরগলায় গলায় জল,এপার হতে ওপার গিয়েনাচে ঢেউয়ের দল।

দিনে সেথায় ঘুমিয়ে থাকেলাল শালুকের ফুল,রাতের বেলা চাঁদের সনেহেসে না পায় কূল।

আম-কাঁঠালের বনের ধারেমামা-বাড়ির ঘর,আকাশ হতে জোছনা-কুসুমঝরে মাথার পর।

রাতের বেলা জোনাক জ্বলেবাঁশ-বাগানের ছায়,শিমুল গাছের শাখায় বসেভোরের পাখি গায়।

ঝড়ের দিনে মামার দেশেআম কুড়াতে সুখপাকা জামের শাখায় উঠিরঙিন করি মুখ।

কাঁদি-ভরা খেজুর গাছেপাকা খেজুর দোলেছেলেমেয়ে, আয় ছুটে যাইমামার দেশে চলে।

এ বিভাগের আরো খবর