বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কে?

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত   
  • ১৩ মার্চ, ২০২১ ১০:৪৮

বল দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে, হিতাহিত বোধ যার, বিজ্ঞ বলি তারে।

বল দেখি এ জগতে ধার্মিক কে হয়,সর্ব জীবে দয়া যার, ধার্মিক সে হয়।

বল দেখি এ জগতে সুখী বলি কারে,সতত আরোগী যেই, সুখী বলি তারে।

বল দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে,হিতাহিত বোধ যার, বিজ্ঞ বলি তারে।

বল দেখি এ জগতে ধীর বলি কারে,বিপদে যে স্থির থাকে, ধীর বলি তারে।

বল দেখি এ জগতে মূর্খ বলি কারে,নিজ কার্য নষ্ট করে, মূর্খ বলি তারে।

বল দেখি এ জগতে সাধু বলি কারে,পরের যে ভাল করে, সাধু বলি তারে।

বল দেখি এ জগতে জ্ঞানী বলি কারে,নিজ বোধ আছে যার জ্ঞানী বলি তারে।

এ বিভাগের আরো খবর