১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান।
তখনকার পশ্চিম পাকিস্তানি শাসকদের অত্যাচার-অনাচারের বিরুদ্ধে আন্দোলন করছিল এ দেশের মানুষ।
এ রকম পরিস্থিতিতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
লাখো মানুষের সামনে দেয়া সেই ভাষণে তিনি বাঙালিদের স্বাধীনতা-সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
আমাদের বন্ধু রামিন দেওয়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দেয়ার সেই দৃশ্য এঁকেছে।
সে নেভি অ্যাংকারেজ স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com