সাধারণ মানুষও ছেড়ে কথা বলেনি। যে যা পেয়েছে, তাই নিয়ে শত্রুর মুখোমুখি দাঁড়িয়েছিল।
আসছে ২৬ মার্চ স্বাধীনতা দিবস।
১৯৭১ সালের এই দিনে সাধারণ মানুষের ওপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনারা।
তবে সাধারণ মানুষও ছেড়ে কথা বলেনি। যে যা পেয়েছে, তাই নিয়ে শত্রুর মুখোমুখি দাঁড়িয়েছিল।
শক্ত প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল পাকিস্তানি সেনাদের।
সেই ছবিটাই এঁকেছে আরশি আল হুররা।
সে ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। লিখতে পারো ছড়া, গল্প কিংবা কৌতুক।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com