বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টি পড়ে টাপুরটুপুর

  •    
  • ৫ মার্চ, ২০২১ ১৫:৫৮

প্লাস্টিকের প্লেটটাকে মাঝ বরাবর কাঁচি দিয়ে কেটে ফেল। প্যাকেট থেকে তুলা বের করে গোল গোল বলের মতো বানাও। আঠা দিয়ে প্লেটের উপরে তুলার বলগুলো জুড়ে দাও।

তোমার শোবার ঘরে বৃষ্টি নামাতে চাও?

তাহলে দেরি না করে তালিকার জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে এসো।

তুলা

সাদা রঙের কাগজ

প্লাস্টিকের প্লেট

কাঁচি

আঠা

সুতা

যা করতে হবে

প্লাস্টিকের প্লেটটাকে মাঝ বরাবর কাঁচি দিয়ে কেটে ফেল। প্যাকেট থেকে তুলা বের করে গোল গোল বলের মতো বানাও। আঠা দিয়ে প্লেটের উপরে তুলার বলগুলো জুড়ে দাও।

সাদা কাগজে পানির ফোঁটা আঁক। নীল রং দিয়ে ফোঁটাগুলো রং কর। কাঁচি দিয়ে ফোঁটাগুলো কেটে নাও।

পানির ফোঁটাগুলো সুতা দিয়ে ছবির মতো করে প্লেট থেকে ঝুলিয়ে দাও। ব্যস হয়ে গেল তোমার মেঘ-বৃষ্টি। এবার সেটাকে তোমার রুমে ঝুলিয়ে দাও।

এ বিভাগের আরো খবর