তৃতীয় শেণিতে পড়ে মেঘলা আক্তার তুবা। করোনার ব্যাপারে ও খুব সতর্ক। তুবা একদিন ভাবল, ‘শুধু আমি মাস্ক পরলেই হবে? আমার পুতুলকেও তো রক্ষা করতে হবে করোনা থেকে।’
করোনা ভাইরাস ক্ষতিকর একটি জীবাণু।
ও এতই ছোট যে খালি চোখে দেখা যায় না।
ওর হাত থেকে রক্ষা পাবার জন্য আমাদের মাস্ক পরতে হয়।
মাস্ক না পরলে বাতাসের সঙ্গে যেকোনো সময় নাক দিয়ে ঢুকে পড়তে পারে।
বাঁধাতে পারে মহা ঝামেলা।
তৃতীয় শেণিতে পড়ে মেঘলা আক্তার তুবা।
করোনার ব্যাপারে ও খুব সতর্ক।
তুবা একদিন ভাবল, ‘শুধু আমি মাস্ক পরলেই হবে? আমার পুতুলকেও তো রক্ষা করতে হবে করোনা থেকে।’
সেই ভাবনা থেকেই পুতুলের জন্য মাস্ক বানিয়েছে এই ছোট্ট বন্ধু।
তুবা মনে করে, ‘যারা মাস্কের ব্যাপারে সচেতন নয়, তারা পুতুলের মাস্ক দেখলে অবাক হবে। ভাববে, পুতুলও মাস্ক পরছে অথচ আমি পরছি না। তখন তারাও মাস্ক পরতে আগ্রহ পাবে।’