ওপরের ছবিতে তোমরা সুন্দর একটা শহীদ মিনার দেখতে পাচ্ছ। ছবিটি এঁকেছে আননাবা আফাফ ভাষা। সে চাঁদপুরের হাজীগঞ্জ চিলড্রেন একাডেমিতে তৃতীয় শ্রেণিতে পড়ে।
আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই স্বীকৃতিটা এমনি এমনি আসেনি। আন্দোলন করে বাংলাকে আমাদের মুখের ভাষা করতে হয়েছে। সেটা করতে গিয়ে প্রাণ দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই।
তাদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রতিবছর ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন করি। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই।
ওপরের ছবিতে তোমরা সুন্দর একটা শহীদ মিনার দেখতে পাচ্ছ। ছবিটি এঁকেছে আননাবা আফাফ ভাষা। সে চাঁদপুরের হাজীগঞ্জ চিলড্রেন একাডেমিতে তৃতীয় শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, চাইলে তোমরাও ছড়া, গল্প, কৌতুক লিখে কিংবা ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। সেগুলো প্রকাশ করবে কিডজোন। পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com