বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানবাড়ি

  •    
  • ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৮

এই বিমানে ঘুমানোর জন্য আছে খাট। সোফা আছে, কফি মেকার আছে, লন্ড্রি করার ব্যবস্থা আছে, আছে বেশ কয়েকটা ওয়াশরুম।

আমরা কেউ টিনের বাড়িতে বাস করি, কেউ ইটের বাড়িতে। আমেরিকান চাচ্চু ব্রুস ক্যাম্পবেল কোথায় বাস করেন জানো?

বিমানবাড়িতে।

দারুণ না ব্যাপারটা?

আস্ত একটা বিমানেই তার বেডরুম, ড্রইংরুম, কিচেন, ওয়াশরুম...সব।

আজ তোমাদের শোনাব, বিমানটি যেভাবে বিমানবাড়ি হলো, সেই গল্প।

ক্যাম্পবেল চাচ্চু মনে হয় বিমানবাড়িতে ঘুমাচ্ছেন।

গল্পের শুরুটা হয়েছে অনেক আগে।

তখন ক্যাম্পবেল চাচ্চু তোমাদের মতো ছোট।

আকাশে পাখির মতো বিমান উড়তে দেখে বিমানকে ভালোবেসে ফেলেন তিনি। বিমানে ওড়ার খুব ইচ্ছে হতো তার।

একসময় বিমানে উঠলেন। উড়লেন আকাশে।

সেই থেকে বিমানের প্রতি তার ভালোবাসা আরও বেড়ে গেল।

বিমানবাড়ির সোফায় বসে অনলাইনে কাজ করছেন ক্যাম্পবেল চাচ্চু।

একদিন শুনলেন, বিমান পুরোনো হয়ে গেলে তাকে ভেঙে ফেলা হয়।

শুনে খুব মন খারাপ হলো তার। কিভাবে পুরোনো বিমানগুলো ভেঙে ফেলা থেকে রক্ষা করা যায় তা নিয়ে ভাবলেন ক্যাম্পবেল।

কিন্তু কোনো উপায় পেলেন না।

শেষে ঠিক করলেন, অন্তত একটা বিমান তিনি রক্ষা করবেন।

বড় হয়ে বিমান রক্ষার কাজে নেমে পড়লেন ক্যাম্পবেল চাচ্চু। শুরু করলেন পুরোনো বিমান খোঁজা। একদিন পেয়ে গেলেন বোয়িং ৭২৭ মডেলের এই বিমানটি।

প্রায় ২ কোটি টাকায় কিনে ফেললেন।

বিমানবাড়ির ভিতরটা এরকম।

আমেরিকার ওরেগন প্রদেশে ১০ একর জায়গা কিনে সেখানে বিমানটিকে নিয়ে এলেন। তারপর বিমানটিকে বিমানবাড়ি বানিয়ে শুরু করলেন বসবাস।

এই বিমানে ঘুমানোর জন্য আছে খাট। সোফা আছে, কফি মেকার আছে, লন্ড্রি করার ব্যবস্থা আছে, আছে বেশ কয়েকটা ওয়াশরুম।

সব মিলিয়ে বিমানবাড়িতে বাস করে ক্যাম্পবেল চাচ্চু খুশি।

বিমানবাড়িটি সাজিয়েগুছিয়ে রেখেছেন ক্যাম্পবেল চাচ্চু।

বছরের ছয় মাস তিনি এই বিমানবাড়িতে থাকেন। বাকি ছয় মাস থাকেন জাপানে।

চেষ্টা চালাচ্ছেন আরেকটা পুরোনো বিমান কেনার। সেটা দিয়ে জাপানে বিমানবাড়ি বানাবেন।

বিমানবাড়ি নিয়ে ক্যাম্পবেল চাচ্চুর একটা ওয়েবসাইট আছে। সেখানে যেতে চাইলে এখানে ক্লিক কর।

এ বিভাগের আরো খবর