বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টয়লেট পেপার টিউব থেকে হাঙর

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৫৭

সাদা কাগজ কেটে হাঙরের দাঁত বানাতে হবে। দাঁতগুলো আঠা দিয়ে টিউবের মুখে লাগিয়ে দিতে হবে। সাদা কাগজ গোল করে কেটে চোখ বানিয়ে লাগিয়ে দিতে হবে। কাটা অংশ দিয়ে লেজ ও পাখনা বানাতে হবে।

তোমার কাছে যদি একটি টয়লেট পেপার টিউব থাকে তাহলে সহজেই তুমি একটা হাঙর বানিয়ে ফেলতে পারবে। চলো বানানোর কৌশলটা দেখিয়ে দিই।

যা যা লাগবে

একটি টয়লেট পেপার টিউব

একটি সাদা কাগজ

ধূসর রং ও ব্রাশ

কালো সাইন পেন

কাঁচি

আঠা

টয়লেট পেপার টিউবটার যেকোনো একদিক V আকারে কেটে ফেলতে হবে। কাটা অংশ ফেলে দেয়া যাবে না। এগুলো পরে কাজে লাগবে।

টিউবটিকে ব্রাশ দিয়ে ধূসর রং করতে হবে। চাইলে হাত দিয়েও রং করতে পারো। রং করতে হবে কাটা অংশগুলোতেও। রং শুকানোর জন্য আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে।

সাদা কাগজ কেটে হাঙরের দাঁত বানাতে হবে। দাঁতগুলো আঠা দিয়ে টিউবের মুখে লাগিয়ে দিতে হবে। সাদা কাগজ গোল করে কেটে চোখ বানিয়ে লাগিয়ে দিতে হবে। কাটা অংশ দিয়ে লেজ ও পাখনা বানাতে হবে।

সাইনপেন দিয়ে টিউবের দুই পাশে তিনটি করে দাগ দিলেই কাজ শেষ। হয়ে গেল তোমার হাঙর।

এ বিভাগের আরো খবর