বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত। বসন্ত ঋতু আসে শীত চলে যাবার পর ও গ্রীষ্ম আসার আগে। এ সময় গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় তাপমাত্রা বাড়তে থাকে, কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে। এই ঋতুতে নানান রকম ফুল ফোটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়।
এই কথাগুলো জানে আমাদের ছোট্ট বন্ধু মানহা হোসাইন আরাবী। সে জন্যই তো আরাবী এঁকেছে বসন্তের ছবি। দেখো ওর ছবিতে কত রকমের ফুল ফুটে আছে। উড়ছে নানা রঙের প্রজাপতি আর পাখি। ওদিকে সূর্যমামা চারদিকে আলো ছড়িয়ে উদিত হচ্ছে।
আরাবি থাকে খুলনায়। পরে কেজিতে। ওর স্কুলের নাম বর্ণমালা শিশু শিক্ষালয়।
বন্ধুরা, চাইলে তোমরাও ছড়া, গল্প, কৌতুক লিখে কিংবা ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। সেগুলো প্রকাশ করবে কিডজোন। পাঠাবার ঠিকানা: nbkidzone@gmail.com