আব্বু আম্মু রেগে গিয়ে প্রায়ই বলে, ‘লাই দিয়ে তোকে মাথায় তুলেছি!’
সে রকমই ঘটনা ঘটেছে ইতালির গ্রানাতে।
দেখো, একটা গাছের মাথায় উঠে বসেছে আরেকটা গাছ।
মনে হয় নিচের গাছটি উপরের গাছটিকে খুব বেশি লাই দিয়ে ফেলেছিল।
সবুজ পাতায় ভরে গেছে গাছ দুটো
হা হা হা। মজা করলাম তোমাদের সঙ্গে। আসলে সে রকম কিছুই ঘটেনি।
এখানে উপরেরটি চেরিগাছ আর নিচেরটি মালবেরিগাছ।
পরগাছারা অন্য গাছের উপরে জন্মে। কিন্তু চেরিগাছ পরগাছা নয়।
তারপরও সবাইকে অবাক করে দিয়ে বহাল তবিয়তে অন্য গাছের ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে সে।
কোনো বিচিত্র কারণে চেরিগাছটি পরগাছার মতো আচরণ করে মালবেরিগাছ থেকে পুষ্টি নিয়ে বেঁচে আছে।
তবে অবাক করার বিষয় হলো, উপরের চেরিগাছটি এ ধরনের পরিস্থিতিতে আরও ছোট আকারের হওয়ার কথা। কিন্তু সে স্বাভাবিক আকারই পেয়েছে।
চেরি গাছে ফুল ধরেছে
এখন সবার প্রশ্ন, চেরিগাছটি ওখানে উঠল কীভাবে? ওর তো হাত পা নেই। তাহলে?
হয়েছে কী, কোনো পাখি চেরিগাছের বীজটিকে মালবেরিগাছের উপরে এনে রেখেছিল। সেখানে সামান্য মাটি আর পানি পেয়ে জন্ম নেয় সে। তারপর ধীরে ধীরে বেড়ে ওঠে।