তার নামটা অনেক বড়। আবু মুহাম্মদ মুসলিহ আল দীন বিন আবদাল্লাহ শিরাজি। তবে তিনি আমাদের কাছে শেখ সাদি নামে পরিচিত। মধ্যযুগের নামকরা কবি ও লেখক ছিলেন। শিক্ষণীয় গল্প লিখতে ছিলেন পারদর্শী। ১২০০ সালের কিছু পরে তিনি ইরানের সিরাজ শহরে জন্মগ্রহণ করেন। চলো তার একটা গল্প পড়ে দেখি।
ভালো মানুষ
বাদশাহ রাতে চমৎকার একটি স্বপ্ন দেখেছেন। তার আজ মন খুব ভালো। সকালেই তিনি ভৃত্যের হাতে এক থলে মোহর দিয়ে বললেন, ‘যাও, এই শহরে যত নিঃস্ব ও ভালো মানুষ আছে সবাইকে অর্থ দান করে এসো।’ভৃত্যটি টাকার থলে হাতে নিয়ে বেরিয়ে গেল। সারা দিন ঘুরে সন্ধ্যার সময় ফিরে এল। মোহরের থলে বাদশাহকে ফেরত দিল।বাদশাহ অবাক হলেন, ‘শহরে অনেক নিঃস্ব লোক রয়েছে। তুমি তাদের একজনকেও খুঁজে পেলে না? তুমি আবার ভালো করে অনুসন্ধান করো। তারপর মোহরগুলো দিয়ে এসো।’ভৃত্যটি বিনয়ের সঙ্গে উত্তর দিল, ‘জাঁহাপনা, আমার সঙ্গে সবার দেখা হয়েছে। যারা প্রকৃত ভালো মানুষ তারা বিনয়ের সঙ্গে দান প্রত্যাখ্যান করেছে। আর যারা প্রকৃত ভালো মানুষ নয়, তারা লোভীর মতো হাত বাড়িয়েছে। আপনি নিঃস্ব ও ভালো মানুষদের টাকা দিতে বলেছেন। তারা টাকা গ্রহণ না করায় আমি সব মোহর ফেরত নিয়ে এসেছি।’বাদশাহ খুব খুশি হলেন, ‘ঠিক কাজ করেছ। সবাই যে প্রকৃত সাধু ব্যক্তি নয়, এ কথাটি আমি বুঝতে পারিনি। তোমার কর্তব্যজ্ঞান আমাকে মুগ্ধ করেছে।’
গল্পের শিক্ষা : যার মন থেকে টাকাপয়সার লোভ দূর হয়নি, সে কখনও সাধু হতে পারে না।