বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালগাছ

  • রবীন্দ্রনাথ ঠাকুর   
  • ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৩

মনে মনে ভাবে, বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার।

তালগাছ এক পায়ে দাঁড়িয়েসব গাছ ছাড়িয়েউঁকি মারে আকাশে।

মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়,একেবারে উড়ে যায়;কোথা পাবে পাখা সে?

তাই তো সে ঠিক তার মাথাতেগোল গোল পাতাতেইচ্ছাটি মেলে তার,

মনে মনে ভাবে, বুঝি ডানা এই,উড়ে যেতে মানা নেইবাসাখানি ফেলে তার।

সারাদিন ঝরঝর থত্থরকাঁপে পাতা-পত্তর,ওড়ে যেন ভাবে ও,

মনে মনে আকাশেতে বেড়িয়েতারাদের এড়িয়েযেন কোথা যাবে ও।

তার পরে হাওয়া যেই নেমে যায়,পাতা কাঁপা থেমে যায়,ফেরে তার মনটি

যেই ভাবে, মা যে হয় মাটি তারভালো লাগে আরবারপৃথিবীর কোণটি।

এ বিভাগের আরো খবর