সামান্য বাকি রেখে মাটি দিয়ে বোতলটি ভরাট করে ফেলো। এবার তাতে ঘাসের বীজ দাও। তার উপরে আরেক প্রস্থ মাটি ছড়িয়ে দাও।
প্লাস্টিক বোতল দিয়ে সুন্দর একটি টব বানাতে চাও? চলো তাহলে দেরি না করে কাজ শুরু করে ফেলি।
যা যা লাগবে
প্লাস্টিকের বোতল
কাঁচি
আঠা
মাটি
ছোট গাছ অথবা ঘাসের বীজ
পারমানেন্ট মার্কার
প্রথমে কাঁচি দিয়ে বোতলটি মাঝ বরাবর কেটে ফেলতে হবে। বোতলের নিচে একটি ছিদ্র করতে হবে যেন পানি দিলে বাড়তি পানি বেরিয়ে যেতে পারে।
পার্মানেন্ট মার্কার দিয়ে বোতলে চোখ এঁকে ফেলো। নাক বানাতে ছিপিটাকে আঠা দিয়ে লাগিয়ে নাও।
সামান্য বাকি রেখে মাটি দিয়ে বোতলটি ভরাট করে ফেলো। এবার তাতে বীজ দাও। তার উপরে আরেক প্রস্থ মাটি ছড়িয়ে দাও।
মাটিতে সামান্য পানি ছিটিয়ে দাও। রেখে দাও রোদে। প্রতিদিন সামান্য করে পানি দিলে এক সপ্তাহের মধ্যে গাছ গজাবে।