ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে যোগব্যায়াম করার ভঙ্গিতে থাকা কুকুরদের ছবি তৈরি করেছেন ড্যানিয়েল বরিস।
যোগব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। তাহলে কুকুরের শরীর সুস্থ রাখার জন্য তাদেরও এটা করা উচিত, তাই না?
যোগব্যায়াম করার মতো ভঙ্গিতে একটা কুকুরকে বসে থাকতে দেখেছিলেন আমেরিকান ফটোগ্রাফার ড্যানিয়েল বরিস। মাসটিফ জাতের সেই কুকুরটি দেখে বরিসের মাথায় এলো এক মজার আইডিয়া।
তিনি ঠিক করলেন, ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে যোগব্যায়াম করার ভঙ্গিতে থাকা কুকুরদের ছবি তৈরি করবেন।
করেও ফেললেন কয়েক সপ্তাহের মধ্যে। সেসব ছবি থেকে কয়েকটি তোমাদের জন্য এখানে প্রকাশ করা হলো।