বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবুরাম সাপুড়ে

  • সুকুমার রায়   
  • ২৯ জানুয়ারি, ২০২১ ১১:৩১

তোমরাও ছড়া, গল্প, কৌতুক লিখে কিংবা ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। পাঠাবার ঠিকানা: nbkidzone@gmail.com

বাবুরাম সাপুড়ে,

কোথা যাস বাপুরে

আয় বাবা দেখে যা,

দুটো সাপ রেখে যা-

যে সাপের চোখ নেই,

শিং নেই, নোখ নেই,

ছোটে না কি হাঁটে না,

কাউকে যে কাটে না,

করে না কো ফোঁসফাঁস

মারে নাকো ঢুসঢাস,

নেই কোনো উৎপাত,

খায় শুধু দুধভাত,

সেই সাপ জ্যান্ত,

গোটা দুই আন তো,

তেড়ে মেরে ডাণ্ডা

ক'রে দিই ঠান্ডা।

এ বিভাগের আরো খবর