তোমরাও ছড়া, গল্প, কৌতুক লিখে কিংবা ছবি এঁকে আমাদের কাছে পাঠাতে পারো। পাঠাবার ঠিকানা: nbkidzone@gmail.com
খুটুর খুটুর খুটদুপুরবেলা ছাতিমডালেকাঠবেড়ালির ছুট।
লাঠি হাতে খ্যাঁকশেয়ালেচলছে খুট খুট।
ডাঁশপিঁপড়ে কামড়ে দিলকুটুস কুটুস কুট।