বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এই পোকাটা অন্যরকম

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২১ ১৭:০৪

এই পোকাটার নাম ‘লিফ ইনসেক্ট’ বা পাতা পোকা। কেউ কেউ এটাকে চলমান পাতাও বলে।

উপরের ছবিতে একটা পোকা আছে। খুঁজে বের কর দেখি!

পেরেছো?

আচ্ছা, আমিই খুঁজে দিচ্ছি।

পাতার মতো যেটা দেখতে পাচ্ছো, আসলে ওটাই পোকা।

দারুণ না ব্যাপারটা?

এই পোকাটার নাম ‘লিফ ইনসেক্ট’ বা পাতা পোকা। কেউ কেউ এটাকে চলমান পাতাও বলে।

পাতার মতো দেখতে বলেই ওর এই নাম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনামসহ আরো কিছু দেশে এই পোকা পাওয়া যায়।

শিকারি পাখিরা পোকাটিকে পাতা ভেবে ভুল করে। তাকে শিকার না করে চলে যায়। ফলে বেঁচে যায় পোকাটি।

শুধু কি তাই। পোকাটি যখন হাঁটে তখন তার শরীর এমন ভাবে নাড়ায় যেন বাতাসে পাতা উড়ে চলেছে।

তাই ওকে নড়তে দেখলেও পাখিরা বোঝে না যে ও আসলে একটা পোকা।

এ বিভাগের আরো খবর