তোমার বেডরুমের দেয়ালে যদি একটা কিউট অক্টোপাস ঝুলতে থাকে, তবে কেমন হয় বলো তো?
দারুণ হবে, তাই না?
চলো তাহলে দেরি না করে একটা অক্টোপাস বানিয়ে ফেলি।
যা যা লাগবে
সাদা রঙের কাগজের প্লেট
কমলা রঙের হাইলাইটার পেন
কমলা রঙের কয়েকটি কাগজ
সাদা কাগজ একটি
কাঁচি
আঠা
কালো সাইনপেন
প্রথমে কাগজের প্লেটটিকে কমলা রঙের হাইলাইটার পেন দিয়ে রং করো।
অক্টোপাসের শুঁড় বানানোর জন্য কমলা রঙের কাগজগুলো কাঁচি দিয়ে কেটে নাও। মোট আটটা শুঁড় বানাতে হবে।
শুঁড়গুলো প্লেটের ভেতরের দিকে আঠা দিয়ে লাগাও। কীভাবে লাগাতে হবে সেটা ছবি দেখলেই বুঝতে পারবে।
সাদা কাগজ থেকে ডিম আকৃতির দুটো টুকরো কেটে নাও। তাতে কালো সাইনপেন দিয়ে চোখ এঁকে ফেলো।
চোখ দুটো আঠা দিয়ে প্লেটের উপরে লাগিয়ে দাও। ব্যস হয়ে গেলো তোমার পোষা অক্টোপাস। এবার এটাকে তোমার রুমের দেয়ালে ঝুলিয়ে দাও।