বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিদাই চাচ্চুর ভাস্কর্য

  • মেহেদী আল মাহমুদ, ডেস্ক   
  • ২৫ জানুয়ারি, ২০২১ ১০:৪৭

ফুল, পাখি, প্রজাপতি থেকে শুরু করে হেন জিনিস নেই যে তিনি বানান না। তার এসব ভাস্কর্য বাচ্চারা তো পছন্দ করেই, বড়রাও পছন্দ করে।

তোমরা অনেকেই পেনসিল দিয়ে লেখ। অনেকে রঙ পেনসিল দিয়ে আঁক। তবে রাশিয়ান দুষ্টু চাচ্চু সালাভাত ফিদাই তোমাদের চেয়ে একটু আলাদা। তিনি হাতের কাছে পেনসিল পেলে তার গ্রাফাইট কেটে ভাস্কর্য বানান।

ফুল, পাখি, প্রজাপতি থেকে শুরু করে হেন জিনিস নেই যে তিনি বানান না। তার এসব ভাস্কর্য বাচ্চারা তো পছন্দ করেই, বড়রাও পছন্দ করে।

দেখো তো, ফিদাই চাচ্চুর কোন ভাস্কর্যটি তোমার পছন্দ হয়।

আরো ভাস্কর্য দেখতে চাইলে ফিদাই চাচ্চুর ইনস্টাগ্রাম আইডিতে ঢুকতে পার। সেজন্য এখানে ক্লিক কর

এ বিভাগের আরো খবর