বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুল জীবনের গল্প

  • সত্যজিৎ বিশ্বাস   
  • ২৩ জানুয়ারি, ২০২১ ১৮:১৩

বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন লেখক নিজেই। বইটি পড়ে তোমাদের কেমন লাগল, nbkidzone@gmail.com এই ঠিকানায় মেইল করে জানাবে, কেমন!

করোনার কারণে তোমরা স্কুলে যাও না, তাও তো প্রায় বছর হতে চলল। স্কুল বন্ধ হওয়ায় প্রথম প্রথম ভালো লাগলেও এখন কি আর লাগে?

তোমরাই বলো, প্রিয় বন্ধুদের সঙ্গে দুষ্টুমি না করে, ক্লাস টিচারদের না দেখে, স্কুলে হুড়োহুড়ি না করতে পেরে কি ভালো লাগছে?তোমাদের মধ্যে অনেকেই একটা স্কুলে পুরো স্কুলজীবন কাটিয়ে দিচ্ছো।

তোমরা কি জানো, বিখ্যাত কার্টুনিস্ট ও রম্য লেখক আহসান হাবীব মোট কয়টা স্কুলে পড়েছিলেন?

অবাক করা ব্যাপার হলো, তিনি আটটা স্কুলে পড়েছিলেন।

এটুকু শুনেই হা হয়ে গেলে?

তার পুরো স্কুল জীবনের দুরন্তপনা সব ঘটনা পড়লে না জানি কী করবে!আহসান হাবীব তার স্কুল জীবনের সত্য ঘটনা নিয়ে রচনা করেছেন ‘ইশ্‌কুল টাইম’ বইটি।

বগুড়ার পিটিআই স্কুলে ক্লাস ওয়ান থেকে যার শিক্ষাজীবন শুরু। ঢাকার মোহাম্মদপুর হাই স্কুলে এসেই কিন্তু শেষ নয়। যে কলেজে ভর্তি হয়েছিলেন সে কলেজের নাম ছিল ‘ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’! দেশসেরা কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীবের কয়টা নাম ছিল কেউ কি জানো?

কুদরত এ খুদা কিংবা মোহম্মদ মাসুদ অথবা আহসান হাবীবের একটার পর একটা স্কুল জীবনের কাণ্ডকীর্তি জানতে চাইলে পড়তে হবে ‘ইশ্‌কুল টাইম’ বইটি।এটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী।বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন লেখক নিজেই। আমার তো দারুণ লেগেছে, বইটি পড়ে। তোমাদের কেমন লাগল? nbkidzone@gmail.com এই ঠিকানায় মেইল করে জানাবে, কেমন!

এ বিভাগের আরো খবর