বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈশপের গল্প

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ জানুয়ারি, ২০২১ ১৯:২০

সে পাথরগুলো কলসির ভেতরে ফেলতে লাগল। একসময় সত্যি সত্যি কলসির পানি উপরে উঠে এলো। তা দেখে কাক বাবাজির মনে আনন্দ আর ধরে না।

ঈশপের নাম তো নিশ্চয়ই শুনেছো। খ্রিস্টপূর্ব ৬২০ সালে প্রাচীন গ্রিসে জন্মগ্রহণ করেন তিনি। মজার মজার শিক্ষামূলক গল্প বলাতে তার জুড়ি নেই। চলো, আজ তার কাক ও পানির কলসি গল্পটি পড়ে দেখি।

কাক আর পানির কলসি

এক দেশে এক চালাক কাক ছিল।

একদিন আকাশে উড়তে উড়তে তার ভীষণ তৃষ্ণা পেল।

পানির জন্য এদিক-ওদিক গেল।

কিন্তু কোথাও পানি পেল না।

একসময় সে গাছের ডালে এসে বসল।

হঠাৎ তার চোখ পড়ল এক কলসির দিকে।

খুশিতে ভরে উঠল তার মন।

কা-কা-কা করতে করতে উড়ে গেল সেদিকে।

বসল কলসিটির উপরে।

ভেতরে তাকিয়ে দেখে কলসি প্রায় ফাঁকা।

সামান্য পানি পড়ে আছে নিচের দিকে।

কাকের মনটাই খারাপ হয়ে গেল।

কিন্তু আগেই বলেছি, সে খুব চালাক।

তাই সে ওখানে বসেই ভাবতে লাগল, কী করলে কলসির ওই পানি পান করা যাবে।

এমন কিছু করতে হবে যাতে কলসির ভেতরের পানিটা ওপরে উঠে আসে।

হঠাৎ কাকের মাথায় একটা বুদ্ধি খেলে গেল।

সে দেখল আশপাশে ছোট ছোট পাথর পড়ে আছে।

কাক ভাবল, যদি একটি একটি করে পাথর কলসির ভেতরে ফেলি তাহলে কলসির নিচের পানি উপরে উঠে আসবে।

যেমন ভাবনা, তেমন কাজ।

দ্রুত সে পাথরগুলো কলসির ভেতরে ফেলতে লাগল।

একসময় সত্যি সত্যি কলসির পানি উপরে উঠে এলো।

তা দেখে কাক বাবাজির মনে আনন্দ আর ধরে না।

কলসির কানায় বসে পেট ভরে পানি পান করে নিল।

তারপর মনের আনন্দে উড়ে গেল আকাশে।

গল্পের শিক্ষা: সমস্যা দেখে ভেঙে পড়তে নেই। একটু বুদ্ধি খাটালে উপায় বের হয়।

এ বিভাগের আরো খবর