বিশ্বের অনেক দেশেই করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে।
আমাদের দেশেও বাড়তে পারে।
তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
চতুর্থ শ্রেণির জাইমা এসব নিয়ে খুব চিন্তিত।
বাবা মা, প্রতিবেশী কিংবা স্কুলের বন্ধুরা কে কখন আক্রান্ত হয়ে যায়, তা নিয়ে জাইমা ভাবে।
সেই ভাবনা থেকেই ছবিটা এঁকেছে সে।
উদ্দেশ্য সবাইকে সতর্ক করা।
ছবিতে সে বুঝিয়েছে, হাঁচি দেবার সময় রুমাল ব্যবহার করতে হবে।
কারো সংস্পর্শে আসা যাবে না। এলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।
সব সময় মাস্ক ব্যবহার করতে হবে।
এলিভেটরের বাটন আঙ্গুল দিয়ে স্পর্শ করা যাবে না। সেজন্য কনুই ব্যবহার করতে হবে।
রাকিকা শাহলা জাইমা থাকে ঢাকায়। সে এস ও এস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণিতে পড়ে।
আচ্ছা, জাইমার মতো তোমরাও কি এটা-সেটা নিয়ে ভাব? তাহলে তোমার ভাবনাগুলো লিখে পাঠাও আমাদের কাছে। ছড়া, গল্প, জোকস - যা মনে আসে পাঠিয়ে দাও। তোমাদের আঁকা ছবিও পাঠাতে পারো। সেগুলো প্রকাশ করব আমরা। লেখা ও ছবির সঙ্গে তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে ভুলবে না কিন্তু। আমাদের কাছে মেইল করার ঠিকানা nbkidzone@gmail.com