উপরের ছবিটা দেখে প্রথমে আমি ভেবেছিলাম, একটা সুস্বাদু পপকর্ন বুঝি।
জিভে জলও এসে গিয়েছিল।
পরে দেখি, ওমা, এটার কয়েকটা পা ও আছে।
পা ওয়ালা পপকর্ন আমি কখনো দেখনি।
তুমি কি দেখেছ?
দেখবে কি করে?
পপকর্নের তো পা হয় না।
আসলে এটা একটি পোকা। একেবারেই অন্যরকম।
নাম ‘ফ্ল্যাটিড প্ল্যান্টহুপার’।
ইকুয়েডরের আমাজন বনে ঘুরতে ঘুরতে পোকাটির সন্ধান পান ফটোগ্রাফার আন্দ্রেস কে (Andreas Kay)।
আজব পোকাটিকে তিনি আদর করে হাতে তুলে নেন।
ছবি তোলেন। ভিডিও করেন।
ছবি তো দেখলেই। ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করো।
এবার পোকাটি সম্পর্কে বলি।
সে খুব অস্থির।
এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না।
ঠিক তোমাদের মতো।
পাতা খেতে ভালোবাসে।
সেজন্য সারাদিন পাতায় পাতায় ঘুরে বেড়ায়।
এক পাতা থেকে আরেক পাতায় লাফিয়ে যেতে পারে।
পিঠের সাদা অংশটা আসলে মোম।
শরীর থেকে প্রাকৃতিক ভাবে মোম নিসৃত হয় তার।
পা দিয়ে সেই মোমগুলো পিঠে তুলে নেয়।
তাই ওকে দেখতে পপকর্নের মতো মনে হয়।