তোমাদের মতোই বয়স পাভেল আব্রামভের। মাত্র ১০ বছর। রাশিয়ায় থাকে সে।
খুব সুন্দর ছবি আঁকতে পারে পাভেল। পশুপাখির ছবি আঁকতে তার সবচেয়ে ভালো লাগে। কারণ সে পশুপাখি ভালোবাসে।
রাস্তার এখানে সেখানে ঘুরে বেড়ানো পশুপাখিদের দেখলে তার মন ভালোবাসায় ভরে ওঠে। ওদের জন্য মায়া হয়।
অভুক্ত পশুপাখি দেখলে পাভেল তাদের খাবার দেয়।
শীতে কাতর পশুপাখিদের জন্য কী করা যায়, সেসব নিয়ে ভাবে।
কিন্তু রাস্তায় এত বেশি কুকুর, বিড়াল, কাঠবিড়ালি, বেজিসহ অসহায় পশুপাখি যে পাভেল তার জমানো টাকা দিয়ে ওদের পেট ভরাতে পারে না।
তাই এক বছর আগে সে তার আঁকা ছবি বিক্রির সিদ্ধান্ত নেয়। ছবি বিক্রির টাকা দিয়ে রাস্তার পশুপাখিদের সেবা করে।
পাভেলের উদ্যোগটা খুব ভালো, তাই না?
চাইলে তোমরাও পশুপাখিদের প্রতি দয়ালু হতে পারো। ওদের দিকে ঢিল না ছুড়ে বাড়িয়ে দিতে পারো খাবার।
সেটা করলে দেখবে, এক সময় ওরাও তোমাকে ভালোবাসবে।
গত এক বছরে পাভেল অনেক ছবি বিক্রি করেছে। সেই টাকা দিয়ে কিছু দিন আগে কুকুর, বিড়ালদের জন্য একটি আশ্রয় কেন্দ্র বানিয়েছে। সেখানে পশুপাখিদের দেখাশুনা করা হয়, খাবার ও চিকিৎসা দেয়া হয়।
পাভেলের ওয়েবসাইটে যেতে এই লিংকে ক্লিক করো। তবে সাইটটি রাশিয়ান ভাষায় করা। তোমরা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সাইটটি ইংরেজী কিংবা বাংলায় করে নিতে পারবে।