রিফাহ তাসনিম তাসফিয়া তার দাদার মুখে শুনেছে মুক্তিযুদ্ধের কথা।
পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে এ দেশের সাধারণ মানুষকে হত্যা করেছিল।
ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছিল।
তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল সাধারণ ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, পুলিশ আর সেনা সদস্যরা।
নয় মাস জীবন বাজি রেখে যুদ্ধ করে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিল তারা।
পরাজিত হয়েছিল পাকিস্তানি সেনারা।
দুই হাত তুলে নিজেদের সঁপে দিয়েছিল মুক্তিসেনাদের কাছে।
দাদার মুখে শোনা সেই গল্পগুলো নিজের ইচ্ছেমতো এঁকেছে তাসফিয়া।
খুব সুন্দর হয়েছে ছবিটা, তাই না?
তাসফিয়া পঞ্চম শ্রেণিতে পড়ে। ওর স্কুলের নাম পরশমনি ল্যাবরেটরি স্কুল।
আমরা জানি, তোমরাও তাসফিয়ার মতো সুন্দর সুন্দর ছবি আঁকতে পারো।
তাহলে দেরি কেন?
তোমাদের আঁকা ছবিগুলো পাঠিয়ে দাও না আমাদের কাছে। সেগুলো প্রকাশ করব আমরা। ছবির সঙ্গে তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না। ই-মেইলে তোমার আঁকা ছবি পাঠাবে nbkidzone@gmail.com ঠিকানায়।