বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোহিঙ্গা শিশুদের জন্য পাপেট শো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ১৯:৪১

সিসেম স্ট্রিটের কর্মকর্তা শেরি ওয়েস্টিন বলেন, ‘নুর ও আজিজ নামের পাপেট দুটি রোহিঙ্গাদের সমৃদ্ধ সংস্কৃতির ওপরে ভিত্তি করে বানানো হয়েছে। আনন্দের মাধ্যমে শিক্ষাদানের ভেতর দিয়ে এরা পরিবর্তনের শক্তি জোগাবে।’

রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান বানাচ্ছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেম স্ট্রিট। এজন্য তারা নুর ও আজিজ নামে দুটি পাপেটও বানিয়েছে।

প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ছয় বছর বয়সী যমজ ভাইবোনের পাপেট দুটি রোহিঙ্গা ভাষায় শিক্ষামূলক ভিডিও তৈরিতে ব্যবহার করা হবে। তাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বসবাসরত শিশু হিসেবে দেখানো হবে।

মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে ২০১৭ সালে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এদের মধ্যে অর্ধেক শিশু।

সিসেম স্ট্রিটের কর্মকর্তা শেরি ওয়েস্টিন বলেন, ‘নুর ও আজিজ নামের পাপেট দুটি রোহিঙ্গাদের সমৃদ্ধ সংস্কৃতির ওপরে ভিত্তি করে বানানো হয়েছে। আনন্দের মাধ্যমে শিক্ষাদানের ভেতর দিয়ে এরা পরিবর্তনের শক্তি জোগাবে।’

রোহিঙ্গা ভাষায় পাপেট অনুষ্ঠান নির্মাণের এই উদ্যোগে সিসেম স্ট্রিটের সঙ্গে আরও কাজ করছে বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা উন্নয়ন বিভাগ ও লেগো ফাউন্ডেশন।

বিবিসি জানিয়েছে, সিসেম স্ট্রিট সিরিয়ার শরণার্থী শিশুদের জন্যও অনুষ্ঠান বানাচ্ছে।

এ বিভাগের আরো খবর