বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসায় বন্দি থাকতে থাকতে বোর হয়ে গেছি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ ডিসেম্বর, ২০২০ ১৬:৫৯

প্রায় বছর হতে চলল, স্কুল বন্ধ। সেই স্কুলটাকে আমাদের ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই মিস করছ? এ বিষয়টাকে নিয়েই কিডজোন আয়োজন করেছিল এক আড্ডার। চলো দেখি, কী বলছে বন্ধুরা। আড্ডার সঞ্চালক ছিলেন সানজিদা সামরিন।

তাহাষষ্ঠ শ্রেণি, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আমাদের স্কুলটা যেমন সুন্দর, তেমনি সুন্দর আমাদের ক্লাসটা। আগে টানা ক্লাস করতাম, মাঝে মাঝে বিরক্ত লেগে যেত। এখন সেই স্কুলটাকেই খুব মিস করছি। বন্ধুদের জন্য মনটাও খারাপ। স্যাররাও খুব আদর করতেন। তাদের সঙ্গেও দেখা হচ্ছে না। আদর পাওয়া হচ্ছে না। আমি চাই, খুব দ্রুত দুষ্টু করোনা পালিয়ে যাক এবং আমাদের স্কুল খুলে দিক।

সাইদ আল সাহাব রাব্বীঅষ্টম শ্রেণি, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

আমার স্কুল আমার কাছে অনেক প্রিয়। সবচেয়ে প্রিয় জায়গাটা হলো লাইব্রেরি। গোয়েন্দা বই আমার খুব পছন্দ। লাইব্রেরি থেকে সেগুলো আমি বাসায় নিয়ে পড়তাম। ফেলুদা সিরিজ, রিজুদা সিরিজ, তিন গোয়েন্দা আরো কত কি। দারুণ সময় কেটে যেত সেগুলো পড়তে পড়তে। এখন লাইব্রেরিও বন্ধ, গোয়েন্দা সিরিজ পড়াও বন্ধ।

বুশরা লাবিবাদ্বিতীয় শ্রেণি, ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ

আমাদের স্কুলটা অনেক মজার। আমাদের স্যার, ম্যাডামরা খুবই ভালো। পড়াশোনাও সুন্দর হয়। আমার রেজাল্ট ভালো হয় প্রতিবার। রেজাল্ট ভালো হলে আব্বু গিফট দেন। তবে এবার মনে হয় সেই গিফট পাব না। কারণ পরীক্ষাই তো হয় নি।

বখতিয়ার আল মুয়িয মুনেমতৃতীয় শ্রেণি, বিএএফ শাহীন কলেজ, স্কুল শাখাবাসায় বন্দি থাকতে থাকতে বোর হয়ে গেছি। স্কুল যখন খোলা ছিল, তখন প্রতিদিন বন্ধুদের সাথে দেখা হতো। ক্লাস শেষে মাঠে খেলতাম। এখন খেলাধূলা ভুলেই গেছি মনে হয়। অনলাইন ক্লাসে বন্ধুদের সাথে দেখা হচ্ছে ঠিকই, কিন্তু এক সাথে খেলতে তো পারছি না। এ জন্যই আমি স্কুলটাকে খুব মিস করি।

তানভীর হাসান রিফাতঅষ্টম শ্রেণি, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজআমাদের স্কুলের মাঠটা বিরাট। দেখলেই চোখ জুড়িয়ে যায়। সেখানে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। কিন্তু এখন সেসব বন্ধ। স্কুলটাকে মিস করার আরো একটা কারণ হলো বাগান। স্কুলে নানা রকম ফুলের সমারহ ছিল। দেখলেই চোখ জুড়িয়ে যেত। করোনার কারণে এখন সেই ফুলের সুবাস নিতে পারছি না।

নাজিয়া সুলতানা রাহাদ্বিতীয় শ্রেণি, শহীদ পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ, ঢাকাস্কুল আমার খুব ভালো লাগে। স্যাররা আদর করেন। স্কুল বন্ধ বলে স্যারদের আদর পাচ্ছি না। আবার করে স্কুল খুলবে?

তুবাদ্বিতীয় শ্রেণি, ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজআমার ছবি আঁকতে ভালো লাগে। সেজন্য স্কুলে ছবি আঁকার ক্লাসটা আমার সবচেয়ে প্রিয়। বন্ধুদের সাথে প্রতিযোগিতা করে ছবি আঁকতাম, আর বেশিরভাগ সময় আমিই সেরা হতাম। স্কুল বন্ধ বলে সেরা হবার সুযোগ পাচ্ছি না।

মুনিয়া জাহানতৃতীয় শ্রেণি, মনিপুর উচ্চ বিদ্যালয়ক্লাস শেষে স্কুলের বাইরে বেরিয়ে বান্ধবীরা মিলে হই-চই করতাম। ভেলপুরি খেতাম। তারপর আম্মুর সাথে রিকশায় করে বাসায় ফিরতাম। পথে কত কিছু দেখা হতো। সেই মজার দিনগুলো এখন নেই। করোনা, তুমি এত পঁচা কেন?

এ বিভাগের আরো খবর