বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেচারা টম!

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ২০:৪৬

টমকে প্রায়ই এমন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যখন সে আর দেখতে বিড়ালের মতো থাকে না। টমের তেমনই কিছু বেদনাদায়ক আকৃতি ফুটিয়ে তুলেছেন জাপানী শিল্পী টাকু ইনোউ।

টম আর জেরিকে তো তোমরা চেনই।

টমের জীবনের লক্ষ্যই হচ্ছে জেরি নামের ইঁদুরকে ধরা এবং তাকে ইচ্ছা মতো শাস্তি দেয়া।

কিন্তু সেটা করতে গিয়ে টমকে প্রায়ই এমন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যখন সে আর দেখতে বিড়ালের মতো থাকে না।

কখনো সে হয়ে যায় ফুলদানি, কখনো বা তোয়ালে।

টমের তেমনই কিছু বেদনাদায়ক আকৃতি ফুটিয়ে তুলেছেন জাপানী শিল্পী টাকু ইনোউ।

তোমরা দেখবে সেই ভাস্কর্যগুলো?

দেরি না করে চলো তাহলে দেখে নেই।

এ বিভাগের আরো খবর