টমকে প্রায়ই এমন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যখন সে আর দেখতে বিড়ালের মতো থাকে না। টমের তেমনই কিছু বেদনাদায়ক আকৃতি ফুটিয়ে তুলেছেন জাপানী শিল্পী টাকু ইনোউ।
টম আর জেরিকে তো তোমরা চেনই।
টমের জীবনের লক্ষ্যই হচ্ছে জেরি নামের ইঁদুরকে ধরা এবং তাকে ইচ্ছা মতো শাস্তি দেয়া।
কিন্তু সেটা করতে গিয়ে টমকে প্রায়ই এমন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যখন সে আর দেখতে বিড়ালের মতো থাকে না।
কখনো সে হয়ে যায় ফুলদানি, কখনো বা তোয়ালে।
টমের তেমনই কিছু বেদনাদায়ক আকৃতি ফুটিয়ে তুলেছেন জাপানী শিল্পী টাকু ইনোউ।
তোমরা দেখবে সেই ভাস্কর্যগুলো?
দেরি না করে চলো তাহলে দেখে নেই।