বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরে এলো জেলিফিশ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ ডিসেম্বর, ২০২০ ১৯:৪৩

কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই তুমি এমন একটি জেলিফিশ বানিয়ে বাবা-মাকে চমকে দিতে পারবে। চলো তাহলে দেখি, কী কী লাগবে এটা বানাতে।

চোখঝলসানো রঙ্গীন জেলিফিশ বানাতে চাও? কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই তুমি এমন একটি জেলিফিশ বানিয়ে বাবা-মাকে চমকে দিতে পারবে। চলো তাহলে দেখি, কী কী লাগবে এটা বানাতে।

১. কাগজের ওয়ান টাইম প্লেট (প্লাস্টিকের হলেও চলবে)

২. সাদা উল সুতা

৩. তিন কালারের অ্যাক্রেলিক রং

৪. রং করার ব্রাশ

৫. কাঁচি

৬. প্লাস্টিকের ব্যাগ

৭. চোখা পেন্সিল

ধাপ ১

কাগজের ওয়ান টাইম প্লেটটিকে ভিতর এবং বাহির উভয় পাশে ব্রাশ দিয়ে রং করে ফেলো। দুই তিন ধরনের রং ব্যবহার করলে দেখতে বেশি ভালো লাগবে।

ধাপ ২

সুতাগুলোকে ১২টি টুকরো করে ফেলো। মনে রাখবে, প্রতিটা সুতার টুকরো যেন ৩৬ ইঞ্চি লম্বা হয়। এবার চারটি সুতাকে একটি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে তাতে রং দাও। পুরো সুতাতে রঙ ছড়িয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকো। বাকি সুতাগুলোকে এবাবে দুই রঙে রাঙিয়ে নাও।

ধাপ ৩

সুতাগুলোকে রোদে শুকাতে দাও।

ধাপ ৪

কাগজের প্লেটটির ঠিক মাঝখানে চোখা পেন্সিলের মাথা ব্যবহার করে দুটি ছিদ্র করো।

ধাপ ৫

৪০ ইঞ্চি আকারের আরেকটি সুতা দাও। সুতার মাথা দুটোকে প্লেটের ভিতরের দিক থেকে বাহিরে বের করে আনো।

ধাপ ৬

প্লেটের ভিতরে যে সুতা আছে, সেটার ভিতর দিয়ে রঙ্গিন সুতাগুলো ঠিক এভাবে রাখো।

ধাপ ৭

বাইরের সুতাটাকে গিঁট দিয়ে আটকে ফেলো।

ধাপ ৮

প্লেটের ভিতরের দিকের সুতাগুলোকেও ছবিতে যেভাবে দেখানো হয়েছে, সেভবে গিঁট দিও।

ধাপ ৯

হয়ে গেলো তোমার জেলিফিস। এবার সিলিংয়ের সঙ্গে সেগুলো ঝুলিয়ে তোমার আব্বু-আম্মুকে ডেকে আনো। এবার দেখো, তারা কতটা অবাক হন।

এ বিভাগের আরো খবর