বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিমের খোসায় বল পয়েন্টের নকশা

  • কিডজোন ডেস্ক   
  • ১১ ডিসেম্বর, ২০২০ ০৯:১৮

স্কুল বন্ধ।

ক্লাসও নেই।

ঘরে বসে নিজেই করতে শিখে গেছো অনেক কিছু।

ঘরের কাজে মা-বাবাকেও সাহায্য করছো।

বড়দের নিয়ে পছন্দের খাবারও তৈরি করছো অনেকে।

এত্তো এত্তো কাজের এনার্জি পাও কোথা থেকে তোমরা?

সিক্রেটটা আমাদের একটু জানিও।

ওদিকে মেহরোজ এলাহী ফেলে দেয়া ডিমের খোসা নিয়ে পড়লো ভাবনায়।

ভাবতে ভাবতে সে ডিমের খোসায় শুরু করলো ছবি আঁকা।

বল পয়েন্ট দিয়ে রাজ্যের নকশা ফুটিয়ে তুলেছে ডিমের খোসায়।

একেএকে সে ২০০ ডিমের খোসায় এই নকশা ফুটিয়ে তুলেছে।

কাণ্ড দেখো!

তা তোমরা আর কে কী করছো ঘরে বসে আমাদের জানাও।

আমরা প্রকাশ করবো কিডজোনে।

 

[মেহরোজ এলাহী থাকে ঢাকায়। দ্বিতীয় শ্রেণিতে পড়ে উত্তরার লাইফ প্রিপারেটরী স্কুলে।]

এ বিভাগের আরো খবর