বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুহম্মদ জাফর ইকবালের সঙ্গীসাথী পশুপাখি

  • কিডজোন ডেস্ক   
  • ১০ ডিসেম্বর, ২০২০ ২২:০৬

ধরো একটা মানুষের সঙ্গে একটা হরিণের খুব ভাব হয়ে গেলো!

ধরো একটা টিয়ে পাখি একজন বাবাকে নিজের বাবা মনে করলো।

অথবা ধরো, একজন অনেক বড়ো লেখক খুব দরদ দিয়ে একটা টিয়ে, একটা লাল পেয়ে পোকা, ও একদল ইঁদুরের কথাই লিখলো।

আর সেই লেখাগুলোর জন্যই যদি একটা বই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বই হয়ে ওঠে, তাহলে কি সবচেয়ে সুন্দরের কোল ঘেঁষে দাঁড়ানো উচিত নয় আমাদের, বলো?

মুহম্মদ জাফর ইকবালের লেখা এই বইটি তারই আত্মজীবনী।

চলো, বইটি একসঙ্গে পড়ি।

আর মায়ার জলে চোখ ভাসাই!

ধ্রুব এষের আঁকা প্রচ্ছদে এই বই প্রশ করেছে অনন্যা প্রকাশনী।

চাইলে অনলাইন থেকেও সংগ্রহ করতে পারো-সঙ্গীসাথী পশুপাখি।

এ বিভাগের আরো খবর