আমি তমা ও ভাইয়া।
আমরা যাচ্ছি জন্মদিনের অনুষ্ঠানে।
কার জন্মদিন জানো?
আমার পাপার।
তা পাপার জন্মদিনে কোথায় যাচ্ছি?
স্বপ্নের দেশে!
সেই স্বপ্নের দেশে যেখানে আমরা চাই পাপার জন্মদিন পালন করতে।
আসলে করোনায় ঘরে থাকতে আর ভালো লাগছে না।
তোমাদের ভালো লাগে ঘরে থাকতে?
ঘরে থাকতে ভালো না লাগলে এমন ছবি এঁকে ঘুরে আসতে পারো পছন্দের জায়গা থেকে।
মানে আমাদের মতো ছবিতেই এমন ঘুরতে পারো!
আর পাপার জন্মদিনটা কেমন করে রাঙিয়ে তুলবে সেই পরিকল্পনাও করতে পারো।
[পাপার জন্মদিনে যাওয়ার এই ছবিটি এঁকেছে নুসাইবা মুশতাহিরা। নুসাইবার বয়স ১৩ বছর; সে সপ্তম শ্রেণীতে পড়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে।]
ছোট্ট বন্ধুরা, তোমরাও বাবার জন্মদিন নিয়ে এমন পরিকল্পনা করতে পারো।
মজার মজার ছবি এঁকেও পাপাঠাতে পারো আমাদের কাছে।
আমরা তা প্রকাশ করবো কিডজোনে।
আমাদের কাছে ছবি পাঠাতে পারো এই ঠিকানায় :
newsbanglakid@gmail.com