ছোট্ট বন্ধুরা, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস।
আনন্দ ও গৌরবের মাস।
১৬ ডিসেম্বর বিজয় দিবস।
এই বিজয় দিবসকে ঘিরে আমরা নিয়মিত প্রকাশ করবো তোমাদের বিজয়ের ছবি ও লেখা।
আজ দেখো জুনায়রা মাহদিয়ার ছবি।
ছবিটি কেমন লাগে আমাদের জানিও!
[বিজয়ের এই ছবিটি এঁকেছে জুনায়রা মাহদিয়া। সে প্রথম শ্রেণিতে পড়ে ঢাকার স্কলাস্টিকা স্কুলে।]
বন্ধুরা,
তোমরাও দেশ নিয়ে ভাবো।
ভাবো বিজয় দিবস নিয়েও।
তোমাদের সেই ভাবনাগুলো লিখে বা ছবিতে এঁকে আমাদের কাছে পাঠিয়ে দাও।
আমরা তা প্রকাশ করবো কিডজোনে।
আমাদের কাছে ছবি এবং লেখা পাঠাতে পারো এই ঠিকানায় :
newsbanglakid@gmail.com