বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হুমায়ূন আহমেদের কিছু শৈশব

  • কিডজোন ডেস্ক   
  • ২ ডিসেম্বর, ২০২০ ১০:০৬

এটা উপন্যাস কিংবা গল্প নয়। পুরোপুরি সত্যি। হুমায়ূন আহমেদের ছেলেবেলার সত্যি ঘটনার বইটিতে আছে অসম্ভ মজার ঘটনাও...

ছয়-সাত বছরের একটি বালক জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে।

সে বৃষ্টি দেখছে।

সিলেটের বিখ্যাত বৃষ্টি।

ফিনফিনে ইলসে গুঁড়ি না, ঝুম বৃষ্টি।

এই বৃষ্টি একনাগাড়ে সাত দিন পর্যন্ত চলতে পারে।

ছেলেটি বৃষ্টি দেখছে, তবে তার দৃষ্টিতে মুগ্ধতা নেই, বিস্ময়বোধ নেই, আছে দুঃখবোধ এবং হতাশা।

তাকে সারাদিনের জন্য আটকে রাখা হয়েছে।

আজ সে ঘর থেকে বের হতে পারবে না।

সে ক'টি গুরুতর অপরাধ করেছে।

জানি, তোমাদেরও মাঝেমধ্যে এমন পরিস্থিতির শিকার হতে হয়।

ঘরে আটকে রাখা হয়।

উপরের কথাগুলো কার জানো?

তোমাদের অনেকের প্রিয় লেখক হুমায়ূন আহমেদের।

এটা উপন্যাস কিংবা গল্প নয়।

পুরোপুরি সত্যি।

তার ছেলেবেলার এমন সত্যি ঘটনার বইটিতে আছে অসম্ভ মজার ঘটনাও।

পড়ে দেখ তো কেমন লাগে।

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত এ বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা, মূল্য ১২০ টাকা।

এ বিভাগের আরো খবর